প্রশ্ন
আমি যদি এমন দোয়া করি যে, আল্লাহ অমুক মেয়েকে আমার স্ত্রী বানিয়ে দাও তাহলে কি কোন সমস্যা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নির্দিষ্ট করে কাউকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা ঠিক নয়। কারণ সে মেয়েটি আপনার জন্য ভালো হবে না খারাপ হবে তা নিশ্চিত নয়। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
‘তোমাদের কাছে হয়ত কোন একটা বিষয় পছন্দনীয় নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়ত বা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে তা অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জান না।’ [সূরা বাকারা, আয়াত: ২১৬]
আর যদি দোয়া করতেই হয় তাহলে এভাবে দোয়া করা যায় যে, আল্লাহ অমুকের সাথে বিবাহে যদি কল্যাণ থাকে তাহলে তাকে আমার স্ত্রী হিসেবে কবুল করে নাও। আল্লামা ইবনুল জাওযী (রহ.) বলেন-
فإياك أن تسأل شيئًا إلا وتقرنه بسؤال الخيرة ، فرب مطلوب من الدنيا كان حصوله سببًا للهلاك
‘আল্লাহর কাছে কোন কিছু নির্দিষ্ট করে চাওয়া থেকে বিরত থাকবে। তবে (কোন কিছু নির্দিষ্ট করে চাওয়ার) সময় কল্যাণের দোয়া যুক্ত থাকলে অসুবিধা নেই। কেননা, অনেক সময় অনেক দুনিয়াবি কাম্য বস্তু অর্জন ভবিষ্যতে ক্ষতির কারণ হয়।’ [সাইদুল খাতির, পৃ. ৩৫২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم