প্রশ্ন
দুই সেজদার মাঝে যে দোয়াটি পড়া হয় তা না পড়লে নামাজ আদায় হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দুই সেজদার মাঝখানে একটি দোয়া পড়ার কথা হাদিস শরিফে উল্লেখ রয়েছে। সেই দোয়াটি হল-
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ، ﻭَﺍﺭْﺣَﻤْﻨِﻲ، ﻭَﺍﺟْﺒُﺮْﻧِﻲ، ﻭَﺍﻫْﺪِﻧِﻲ، ﻭَﺍﺭْﺯُﻗْﻨِﻲ
‘ইয়া আল্লাহ! আমাকে মাফ করে দিন, আমার প্রতি রহম করুন, আমার অবস্থা দূরস্ত করে দিন, আমাকে হেদায়েত দিন এবং আমাকে রিজিক দান করুন।’ [সুনানে তিরমিযি ১/৩৮]
এই দোয়াটি পড়া ফরজ বা ওয়াজিব নয়। বরং এটি পড়া মুস্তাহাব। তাই এটি না পড়লেও নামাজ হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم