প্রশ্ন
জিকিরের মজলিসে বসার গুরুত্ব ও ফযিলত সম্পর্কে জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জিকিরের মানুষের অন্তরকে সতেজ করে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন-
‘জেনে রাখ আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।’ [সূরা রা’দ, আয়াত: ২৮]
রাসূল (সা.) জিকিরের মজলিসে বসার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।
হাদিস শরিফে এসেছে,
হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানসমূহের নিকট দিয়ে যাও তখন সেখানে খুব বিচরণ কর। সাহাবারা বললেন, ইয়া রাসূলাল্লাহ! জান্নাতের বাগান কী? তিনি বললেন, জিকিরের মজলিসসমূহ। [সুনানে তিরমিযী, হাদিস : ৩৫১০; শুআবুল ঈমান, হাদিস : ৫২৯
অন্য হাদিসে রাসূল (সা.) এ মজলিসের ফযিলত বর্ণনা করে বলেন,
হযরত আবু হুরায়রা (রা.) ও হযরত আবু সায়ীদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন কিছু মানুষ আল্লাহকে স্মরণ করে তখন ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন,আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়,এবং তাদের উপর ছাকিনা নাযিল হয়, আর আল্লাহ তাআলা তার নিকটতম ফেরেশতাদের সামনে তাদের কথা উল্লেখ করেন। [সহিহ মুসলিম, হাদিস: ৭০০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم