প্রশ্ন
আমাদের মসজিদ-মাদরাসা কমপ্লেক্সটি দশ তলা বিশিষ্ট একটি ভবন। ভবনটি নির্মাণের পূর্বেই মুতাওয়াল্লী সাহেবসহ মসজিদের পূর্ণাঙ্গ কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে যে, ভবনটির দ্বিতীয় তলা স্থায়ীভাবে মসজিদ হবে এবং প্রয়োজনের সময় তাতে মাদরাসার কার্যক্রমও পরিচালিত হবে। যেমন, এখানে মাদরাসার পরীক্ষা ও বিভিন্ন জলসা অনুষ্ঠিত হওয়া ইত্যাদি। আমার জানার বিষয় হচ্ছে, এ মসজিদে ইতিকাফ করা যাবে কি না?
উল্লেখ্য, এ তলাটিতে বর্তমানে জুমার নামাযসহ পাঁচ ওয়াক্ত নামায পড়া হচ্ছে এবং তাতে সর্বসাধারণের উন্মুক্ত অংশগ্রহণও রয়েছে।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত বর্ণনামতে ভবনটির দ্বিতীয় তলা স্থায়ীভাবে মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে। তাই এটি শরয়ী মসজিদ হিসাবে গণ্য হবে এবং তাতে ইতিকাফ করাও সহিহ হবে। যদিও নিয়ম হচ্ছে, একটি ভবনের উপর-নীচ পুরোটাই মসজিদ বানানো। তথাপি জায়গা সংকটের কারণে ভবনের এক-দুই তলা মসজিদের জন্য স্থায়ীভাবে বরাদ্দ করলে তাও শরয়ী মসজিদ হয়ে যায় এবং তাতে মসজিদের যাবতীয় বিধি-বিধানও প্রযোজ্য হয়।
উল্লেখ্য, দ্বিতীয় তলাটি যেহেতু মসজিদ, তাই এখানে মসজিদের পূর্ণ আদব বজায় রাখতে হবে। মসজিদের আদব ক্ষুণ্ণ হয় এমন সকল কার্যক্রম থেকে বিরত থকতে হবে। প্রয়োজনে মাদরাসার সাময়িক কার্যক্রম যেমন, পরীক্ষা ইত্যাদি তাতে পরিচালনা করতে চাইলে সংশ্লিষ্ট সকলে মসজিদের আদব রক্ষা করে চলবে।
-আলমুহীতুল বুরহানী ৯/১২৬; ফাতাহুল কাদীর ৪/৪৪৫; আলইসআফ, পৃ. ১২৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم