প্রশ্ন
নামাযের মধ্যে সিজদায় গেলে অনেকসময় মাথা থেকে টুপি পড়ে যায়। তখন কি হাত দিয়ে টুপি উঠাবো নাকি রেখে দিব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামাযে টুপি পড়ে গেলে যদি এক হাত দ্বারা তা উঠিয়ে পরে নেওয়া সম্ভব হয় তাহলে টুপি উঠিয়ে পরে নেওয়াই উত্তম। আর যদি দুই হাত ব্যবহার করা ছাড়া উঠানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে টুপি না উঠানোই উচিত। এতে নামাযের কোনো ক্ষতি হবে না।
প্রকাশ থাকে যে, দাঁড়ানো কিংবা রুকু অবস্থায় টুপি পড়ে গেলে তা উঠানোর চেষ্টা করবে না। আর সিজদা বা বৈঠকের সময় এমনটি হলে উপরোক্ত পন্থায় উঠিয়ে পরে নিবে।
-ফাতাওয়া হিন্দিয়া ১/১০২; শরহুল মুনইয়া পৃ. ৪৪২; ফাতাওয়া তাতারখানিয়া ১/২০৩; দুরারুল হুক্কাম ১/১১১; রদ্দুল মুহতার ১/৬২৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم