প্রশ্ন
একদিন মাহফিলে টিভি দেখার ভয়াবহতা সম্পর্কে একজন আলেম থেকে আলোচনা শুনি। সেদিন থেকেই টিভি দেখা ছেড়ে দিই এবং কসম করি যে, ভবিষ্যতে কখনো টিভি দেখব না, দেখলে তিন হাজার টাকা সদকা করব। কিছুদিন আগে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে তার সাথে টিভি দেখা হয়ে যায়। এখন আমি জানতে চাচ্ছি, আমাকে কি তিন হাজার টাকাই সদকা করতে হবে? নাকি কসমের কাফ্ফারা হিসেবে ১০ জন গরিবকে খাওয়ালেও চলবে? সমাধান জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি তিন হাজার টাকাও সদকা করতে পারেন। আবার চাইলে দশজন গরিবকে দুই বেলা তৃপ্তিসহকারে খাওয়াতেও পারেন। যে কোনোটির দ্বারা আপনার কাফফরা আদায় হয়ে যাবে।
-আলমাবসূত, সারাখসী ৮/১৩৫; আলবাহরুর রায়েক ৪/২৯৫; তাবয়ীনুল হাকায়েক ৩/৪২৭; ফাতাওয়া তাতারখানিয়া ৬/২৮২; মুখতারাতুন নাওয়াযিল ২/২৪৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم