প্রশ্ন
আমি একজন শিক্ষক। আমি একটি মাদরাসায় শিক্ষকতা করি। আমাদের মাদরাসায় সাপ্তাহিক বক্তৃতার মজলিস হয়। সেখান ছাত্ররা বক্তৃতা দেওয়ার জন্য অংশগ্রহণ করে থাকে। যারা বক্তৃতায় অংশগ্রহণ করে তাদের থেকে ২০ টাকা করে নেওয়া হয়। তারপর ঐ টাকা দিয়ে ১ম, ২য়, ও ৩য় স্থান অর্জনকারী ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হয়। কিছুদিন আগে আমার এক বন্ধু আমার মাদরাসায় বেড়াতে আসলে সে বক্তৃতা মজলিসে উপস্থিত হয়। তখন সে এ ব্যাপারে জানতে পেরে বলে এটা জায়েয নেই। তো আমি হযরতের কাছে জানতে চাচ্ছি, তার কথা কি ঠিক আছে? এভাবে টাকা উঠিয়ে পুরস্কার দেওয়া আসলেই জায়েয নেই?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, আপনার বন্ধু ঠিক বলেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের থেকে টাকা উঠিয়ে সেই টাকা দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করা জায়েয নয়। কেননা এটা শরীয়ত নিষিদ্ধ কিমারের অন্তর্ভুক্ত। সুতরাং এ উদ্দেশ্যে প্রতিযোগীদের থেকে চাঁদা ওঠানো যাবে না এবং এভাবে পুরস্কারও দেওয়া যাবে না। বৈধভাবে পুরস্কার দিতে চাইলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাড়া অন্যদের অনুদান থেকে ব্যবস্থা করতে হবে। অবশ্য এক্ষেত্রে প্রতিযোগীদের কেউ স্বেচ্ছায় অনুদান দিতে চাইলে তাও নেওয়া যাবে।
-মুআত্তা ইমাম মুহাম্মাদ, বর্ণনা: ৮৫৯; ; আদ্দুররুল মুখতার ৬/৪০২; আলমুহীতুল বুরহানী ৮/১৪;শরহু মুখতাসারিত তাহাবী ৭/৩৭০ ফিকহুন নাওয়াযিল ৩/২১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم