প্রশ্ন
আমি স্বপ্নে স্ত্রীর সাথে ঝগড়া করা অবস্থায় তাকে তিন তালাক দিয়ে ফেলি। পরে ঘুম থেকে উঠার পর আমি দুশ্চিন্তায় পড়ে যাই যে,আমার স্ত্রী তালাক হয়ে গেল কিনা। তাই আমি জানতে চাচ্ছি, আমার স্ত্রী কি তালাক হয়ে গেছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
স্বপ্নে তালাক দিলে তালাক পতিত হয় না। হাদিস শরিফে এসেছে-
رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النّائِمِ حَتّى يَسْتَيْقِظَ، وَعَنِ المُبْتَلَى حَتَّى يَبْرَأَ، وَعَنِ الصّبِيِّ حَتّى يَكْبُرَ.
তিন ধরনের মানুষের উপর থেকে কলম (অর্থাৎ হুকুম) উঠিয়ে নেওয়া হয়েছে। ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত। শিশু বালেগ হওয়া পর্যন্ত এবং পাগল সুস্থ হওয়া পর্যন্ত। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৩৯৮)
হযরত ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন-
لَيْسَ طَلَاقُ النّائِمِ بِشَيْءٍ.
ঘুমন্ত ব্যক্তির তালাক পতিত হয় না। (কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা: ৫০০)
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ঘুমন্ত অবস্থায় তালাক দেওয়ার কারণে তা কার্যকর হবে না। আপনারা পূর্বের মতই স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে পারবেন।
-আলবাহরুর রায়েক ৩/২৫০; আলমুহীতুল বুরহানী ৪/৩৯১; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩০২; আলজাওহারাতুন নায়্যিরাহ ২/৪১; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩০২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم