প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রাপ্ত বয়স্ক দুইজন ছেলে-মেয়ে দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে বিয়ের ইজাব কবুল সম্পন্ন করে ফেলে। পরবর্তীতে তারা স্বাক্ষীদ্বয়কে জানায় যে, তারা এটা মজা করে করেছে। এমতাবস্থায় কি তাদের বিয়ে হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জ্বি, এমতাস্থায় শরীয়তের দৃষ্টিতে তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। কেননা বিয়ে মজার ছলেও যদি বিশুদ্ধ পদ্ধতিতে সম্পন্ন করে তাহলে তা কার্যকর হয়ে যায়। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ ” .
হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন- তিনটি কাজ এমন যা বাস্তবে বা ঠাট্টাচ্ছলে করলেও তা কার্যকর হয়ে যায়। তা হলো, বিবাহ, তালাক ও স্ত্রীকে ফিরিয়ে আনা। ( সুনানে আবু দাউদ, হাদিস: ২১৯৪)
মনে রাখা জরুরি, বিয়ে হলো একটি পারিবারিক পবিত্র বন্ধন। এর মাধ্যমে দুটি পরিবারের মধ্যে যোগসূত্র তৈরি হয়। এবং এটি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি দুই পরিবারের সদস্যদের সম্মিলিত সিদ্ধান্তে সংঘটিত হওয়া দরকার। তাই এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ঠাট্টার ছলে বাস্তবায়ন করা মোটেই কাম্য নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم