প্রশ্ন
কেউ যদি নামাযের শেষ বৈঠকে তাশাহুদের আগে সূরা ফাতিহা পাঠ করে তাহলে তার নামায হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাযের কোনো ওয়াজিব বিধান ছুটে গেলে কিংবা আদায়ে বিলম্ব হলে সাহু সেজদা দিতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لِكُلِّ سَهْوٍ سَجْدَتَانِ
‘প্রত্যেক ভুলের জন্য দু’টি সেজদা।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪৪৮৩]
কেউ যদি নামাযের শেষ বৈঠকে তাশাহুদের পূর্বে সূরা ফাতিহা পাঠ করে ফেলে তাহলে তাকে সাহু সেজদা দিতে হবে। অন্যথায় তার নামায হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم