প্রশ্ন
আমি পিতা মাতাকে সদকার টাকা দিতে পারব কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দান সদকার অনেক ফজিলত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
وَالصَّدَقَةُ تُطْفِئُ الخَطِيئَةَ كَمَا يُطْفِئُ المَاءُ النَّارَ
‘সদকা (যাকাত বা দান-খয়রাত) গুনাহসমূহ মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৬১৪]
তবে সদকা পিতা মাতাকে দেওয়ার সুযোগ নেই। এটা দৃষ্টিকটুও বটে। বরং আপনি পিতা মাতাকে হাদিয়া তোহফা দিবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم