প্রশ্ন
কিছু কিছু মসজিদে দেখা যায় খুতবার সময় খতিব সাহেব হাতে লাঠি রাখেন। জানতে চাচ্ছি, খুতবার সময় এভাবে হাতে লাঠি রাখা কি সুন্নত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এক হাদিসে পাওয়া যায় যে, রাসূল (সা.) খুতবার সময় হাতে লাঠি বা ধনুক রাখতেন। হাদিস শরিফে এসেছে,
‘আল-হাকাম ইবনু হাযন আল-কুলাফী (রা.) হাদীস বর্ণনা করতে গিয়ে বলেন, আমি সাত বা আট সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সপ্তম বা অষ্টমজন হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যাই এবং তাঁর সামনে উপস্থিত হয়ে বলি, হে আল্লাহর রসূল! আমরা আপনার সাক্ষাত পেয়েছি। আপনি মহান আল্লাহর নিকট আমাদের কল্যাণের জন্য দু’আ করুন। তখন তিনি কিছু খেজুর দ্বারা আমাদের মেহমানদারী করতে আদেশ করলেন।
সে সময় (মুসলিমদের) অবস্থা ছিল অত্যন্ত করুণ। আমরা বেশ কয়েকদিন (মদীনাতে) অবস্থান করলাম। এ সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জুমু’আহর সালাতও আদায় করেছি। জুমু’আহর খুত্ববাহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠি অথবা ধনুকের উপর ভর দিয়ে পবিত্র ও বরকতপূর্ণ কথার দ্বারা আল্লাহর প্রশংসা করেন এবং তাঁর কতক হালকা, উত্তম ও পবিত্র গুণাবলী বর্ণনা করেন। অতঃপর বলেনঃ হে জনগণ! তোমাদেরকে যা কিছুর আদেশ দেয়া হয়েছে সে সবের প্রতিটি নির্দেশই তোমরা অক্ষরে অক্ষরে পালন করতে সক্ষম হবে না। কাজেই তোমরা নিজেদের ’আমলের উপর অটল থাকো এবং সুসংবাদ প্রদান করো।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১০৯৬]
উক্ত হাদিসের কারণে কতক ফুকাহায়ে কেরাম খুতবার সময় হাতে লাঠি বা ধনুক রাখাতে সুন্নত বলেছেন।
রদ্দুল মুহতার ২/১৬৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم