প্রশ্ন
আমার অনেক কাপড়, থ্রি-পিস রয়েছে। সবগুলো ব্যবহারও করি না। আলমারিতে উঠানো থাকে। জানতে চাই, এ কাপড়গুলোর মধ্যে কি যাকাত ওয়াজিব হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, ব্যবহৃত কাপড়ের উপর যাকাত ওয়াজিব হয় না। তাই আপনার ঐ কাপড়গুলোর উপর যাকাত ওয়াজিব হয় না।
তবে আপনি সেগুলো থেকে নফল দান করতে পারেন। কত মানুষ আছে, যারা পরার জন্য কাপড় পায় না। তাদেরকে দান করতে পারেন। হাদিস শরিফে এসেছে, উমর (রা.) বলেন, আমি রাসূল (সা.)কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে
الحمد لله الذي كساني ما أواري به عورتي وأتجمل به في حياتي
এ দুআটি পড়বে অতঃপর পুরাতন কাপড়টি সদকা করে দিবে সে আল্লাহ তাআলার হেফাযত ও নিরাপত্তায় থাকবে এবং জীবনে ও মরণে আল্লাহ তাআলার পথে থাকবে। [জামে তিরমিযি, হাদিস: ৩৫৬০]
কিতাবুল আছল ২/৯৭; আদ্দুররুল মুখতার ২/২৬৪;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم