প্রশ্ন
কবরে কীভাবে মৃত ব্যক্তিকে বসানো হয়? ওখানে তো বাঁশ ইত্যাদি দিয়ে রাখা হয়। আসলে বিষয়টি আমার মাথায় ধরছে না। দয়া করে আমাকে বিষয়টি বুঝাবেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إِذَا أُقْعِدَ الْمُؤْمِنُ فِي قَبْرِهِ أُتِيَ ثُمَّ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَذَلِكَ قَوْلُهُ {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ}
‘যখন মুমিনকে কবরে বসানো হবে তখন তার কাছে ফেরেশতারা আসবে। আর সে লা ইলাহা ইল্লাল্লাহু এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দিবে। কুরআনের সূরা ইবরাহীমের ২৭ নং আয়াতে এটিই বলা হয়েছে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৩৬৯]
মৃত্যুর পরের জীবন দুনিয়ার জীবনের মত নয়। সেটা হল বরযখের জীবন। বরযখের জীবন সেখানের নিয়মানুযায়ী চলবে। সুতরাং সেখানে কোনটা কীভাবে হবে তা নিয়ে আমাদের সময় ব্যয় করার দরকার নেই। আমাদেরকে যা করতে বলা হয়েছে আমরা তাই করে যাব।
শরহু সহীহ মুসলিম, নববী ১৭/২০১; সুনানে ইবনে মাজাহ পৃ. ৩১৫; মিরকাতুল মাফাতীহ ১/৩১৩;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم