প্রশ্ন
দুধ পান করার আদব কী কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
পানি পান করার যে সকল আদব রয়েছে দুধ পান করার ক্ষেত্রে সে সকল আদব লক্ষ্য রাখতে হবে। যেমন বসে পান করা, ডান হাতে পান করা ইত্যাদি।
এ ছাড়া দুধ পান করার পর কুলি করার কথাও হাদিস শরিফে এসেছে।
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم شَرِبَ لَبَنًا فَدَعَا بِمَاءٍ فَمَضْمَضَ وَقَالَ ” إِنَّ لَهُ دَسَمًا
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন যে, রাসূল (সা.) একবার দুধ পান করলেন। পরে পানি আনতে বললেন এবং তা দিয়ে কুলি করলেন। বললেন: এতে তৈলাক্ততা রয়েছে। [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪৯৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم