প্রশ্ন
আমাদের একটি ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ আছে। সেখানে প্রায় ৩০ জন ছেলে ও মেয়ে যুক্ত আছে। সেই গ্রুপে একদিন চ্যাটিং-এর সময় একটি মেয়ে আমার এক বন্ধুকে বিয়ের প্রস্তাব দেয়। আমার বন্ধুটি তা কবুল করে। তখন সেই চ্যাটিং-এ প্রায় ১০ জন ছেলে ও ৫ জন মেয়ে উপস্থিত ছিল। জানতে চাচ্ছি, তাদের এ বিয়ে কি শুদ্ধ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়ে শুদ্ধ হওয়ার জন্য দুই জন ন্যায়পরায়ণ ব্যক্তির সামনে বর কনে বা তাদের প্রতিনিধির ইজাব কবুল বলতে হয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لا نكاح إلا بولي وشاهدي عدل
‘ওলীর অনুমতি এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতি ব্যতিরেকে বিবাহ সংঘটিত হবে না।’ [আল মুজামুল আওসাত, হাদিস: ৯২৯১]
যেহেতু উক্ত বিয়েতে এ দু’টির কোনোটিই পাওয়া যায়নি তাই তাদের এ বিয়ে সংঘটিতও হয়নি।
উল্লেখ্য, এভাবে মেসেঞ্জার গ্রুপ খুলে ছেলে মেয়ে অবাধে চ্যাটিং করা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। এতে যিনার গুনাহ হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
فالعينان زناهما النظر، والأذنان زناهما الاستماع، واللسان زناه الكلام
‘রাসূল (সা.) বলেছেন, দুই চোখের যিনা হলো দেখা, দুই কানের যিনা হলো, শোনা, আর মুখের যিনা হলো কথা বলা।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৬৫৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم