প্রশ্ন
ইমাম সাহেব নামাজে কোনো ভুল করলে সতর্ক করার জন্য মুসল্লী যদি আল্লাহু আকবার বলে তাহলে মুসল্লীর নামাজ ভেঙ্গে যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইমাম সাহেবকে সতর্ক করার সুন্নাহ সম্মত পদ্ধতি হল, মুসল্লীরা সুবহানাল্লাহ বলবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
مَنْ رَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ، فَلْيُسَبِّحْ فَإِنَّهُ إِذَا سَبَّحَ التُفِتَ إِلَيْهِ
‘শোন! নামাজে কারো কিছু ঘটলে সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ বললেই তার প্রতি দৃষ্টি দেয়া হবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৮৪]
তবে কেউ যদি সুবহানাল্লাহর বদলে আল্লাহু আকবার বলে তাহলে তার নামাজ ভাঙ্গবে না। তবে তার এ কাজটি সুন্নাহসম্মত হবে না।
শরহু মাআনিল আছার ১/২৯৪; আল মুহীতুল বুরহানী ২/২১৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم