প্রশ্ন
কপালে টিপ ব্যবহার করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কপালে টিপ ব্যবহার করা একটি হিন্দুয়ানি প্রথা। রাসূলুল্লাহ (সা.) মুসলমানদেরকে অমুসলিম সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করেছেন। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেন-
‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।’ [সুনানে আবু দাউদ ২/৫৫৯]
তাই কপালে টিপ ব্যবহার করা থেকে বিরত থাকা চাই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم