প্রশ্ন
আমাদের এক প্রতিবেশী থেকে আমার আম্মা বেশ কিছু দিন পূর্বে দুই কেজি মশারি ডাল ধার নিয়েছিলেন। আজকে ঐ প্রতিবেশী আমাকে বলছে, তোমাদের থেকে যে, আমরা ডাল নিয়েছিলাম তার পরিবর্তে তোমাদেরকে টাকা দিয়ে দিই। তোমরা তা কিনে নিও। এই বলে তিনি আমাকে একশ বিশ টাকা দিলেন। অথচ যখন তিনি আমাদের কাছ থেকে নিয়েছিলেন তখন দুই কেজি ডালের মূল্য ছিল একশ টাকা। প্রশ্ন হলো, আমাদের জন্য কি তার থেকে একশ টাকার বেশি নেওয়া জায়েয আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, যেহেতু আপনাদের প্রতিবেশী আপনাদেরকে টাকা দিতে চাচ্ছেন সেহেতু আপনারা একশত বিশ টাকা অর্থাৎ দুই কেজি ডালের বর্তমান বাজার মূল্য নিতে পারবেন।
তবে বর্তমান বাজার মূল্যের চেয়ে বেশি টাকা নিতে পারবেন না।
অবশ্য যদি তিনি ডাল দিয়েই ধার পরিশোধ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য দুই কেজির বেশি নেওয়া জায়েয হবে না।
ফাতাওয়া খানিয়া ২/২৫৪; বাদায়েউস সানায়ে ৬/৫১৭-৫১৮; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছিরাহ ১/১৭৪-১৭৮; আদ্দুররুল মুখতার ৫/১৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم