প্রশ্ন
আমাদের সমাজে দেখা যায়, অনেক বিত্তশালী যাকাত প্রদানের নির্দিষ্ট তারিখের ঘোষণা দেয়। এরপর নির্দিষ্ট তারিখে ফকির-মিসকিনরা লাইন ধরে দাঁড়ালে তাদেরকে কিছু কিছু করে যাকাতের অংশ দেওয়া হয়। শরিয়তের দৃষ্টিতে বিষয়টি কেমন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাকাত দরিদ্রের হক। এটি তাদের উপর কোনো দয়া প্রদর্শন নয়। তাই প্রত্যেক বিত্তশালীর জন্য জরুরি হলো, নিজ দায়িত্বে যাকাত তার হকদারদের কাছে পৌঁছে দেওয়া।
কিন্তু আজকাল তা না করে কোনো কোনো ব্যক্তি এমন করেন যে, যাকাত প্রদানের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। পরবর্তীতে সেদিন শত শত কিংবা হাজার হাজার মানুষের উপস্থিতিতে সামান্য কিছু যাকাত প্রদান করে। এতে কয়েকটি সমস্যা রয়েছে।
ক. এতে ফকির-মিসকিনদেরকে হেয় প্রতিপন্ন করা হয়।
খ. দাতার মধ্যে লোক দেখানোর ভাব প্রকাশ পায়।
গ. ভিড়ের কারণে বিশৃঙ্খলা দেখা দেয়।
ঘ. অনেক সময় এই বিশৃঙ্খলার কারণে মানুষ পর্যন্ত মারা যায়।
এছাড়াও আরও বিভিন্ন সমস্যা রয়েছে।
তাই উক্ত পন্থায় যাকাত দেওয়া মোটেও উচিত নয়। এবং তা পরিহার করা আবশ্যক।
ফাতাওয়া হিন্দিয়া ১/১৭১; আদদুররুল মুখতার ২/২৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم