প্রশ্ন
একবার রোযা অবস্থায় আমার বমি হয়। জানতে চাই, আমার কি রোযাটি ভেঙ্গে গেছে? এর জন্য আমি কী করতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, রোযা অবস্থায় বমি হলে রোযার কোনো ক্ষতি হয় না। হাদিসে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন,
‘তিনিট জিনিস রোযা ভঙ্গের কারণ নয়। বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।’ [সুনানে কুবরা, বায়হাকি ৪/২৬৪]
তাই আপনার রোযা ভঙ্গ হয়নি এবং তার কাযা করাও লাগবে না।
আদদুররুল মুখতার ২/৩৯৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم