প্রশ্ন
অনেক হাজী সাহেবকে দেখা যায় কঙ্কর নিক্ষেপের সময় জুতা-স্যান্ডেলও নিক্ষেপ করে। তাদের এ কাজটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হজ্বের আমল হলো, জামরায় কঙ্কর নিক্ষেপ করা। জুতা-স্যান্ডেল নিক্ষেপ করা হজ্বের কোনো আমল নয়। বরং এটি অতি আবেগীদের মূর্খতাসুলভ কাজ।
মূলত স্তম্ভগুলো হলো কঙ্কর নিক্ষেপের স্থানের নিদর্শনমাত্র। এখানে তো শয়তান বসে নেই। তাই এখানে জুতা-স্যান্ডেল মারা জায়েয নেই।
মানাসিক মোল্লা আলী কারী পৃ. ২৪৮; গুনইয়াতুন নাসিক পৃ. ১৮৮; আলমুগনী ইবনে কুদামা ৫/২৮৯; আদ্দুররুল মুখতার ২/৫১৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم