প্রশ্ন
সাঈয়ের সময় দেখা যায় কিছু মানুষ দলবদ্ধ হয়ে একজন দোয়া করতে থাকে। অন্যরা তার সাথে সুর মিলাতে থাকে। জানতে চাই, সাঈয়ের মধ্যে কি কোনো নির্দিষ্ট দোয়া পড়তে হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, সাঈয়ের মধ্যে নির্দিষ্ট কোনো দোয়া পড়া জরুরি নয়। কুরআন-হাদিসে উল্লিখিত যে কোনো দোয়াই করা যেতে পারে। সুন্দর অর্থবিশিষ্ট যে কোনো দোয়া নিজের পক্ষ থেকেও করা যেতে পারে।
ইবরাহীম রহ. বলেন,
عَنْ إِبْرَاهِيمَ ، قَالَ : لَيْسَ عَلَى الصَّفَا وَالْمَرْوَةِ دُعَاءٌ مُوَقَّتٌ ، فَادْعُ بِمَا شِئْتَ.
‘সাফা-মারওয়ার মাঝে সাঈ করার সময় কোনো নির্দিষ্ট দোয়া নেই।তুমি তোমার ইচ্ছামতো দোয়া করতে পারো।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৭১২]
যারা দলবদ্ধ হয়ে নির্দিষ্ট দোয়া পড়তে থাকে তাদের এ কাজটি সুন্দর নয়। এর মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে। তাই তা পরিহার করা উচিত।
মানাসিক ১৮০; ফাতাওয়া হিন্দিয়া ১/২২৬; গুনইয়াতুন নাসিক পৃ.১২৯; আদ্দুররুল মুখতার ২/৫০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم