প্রশ্ন
হজ্বের মধ্যে মহিলাগণ পর্দা করার জন্য ক্যাপ পরিধান করার পর যদি ক্যাপের উপরে দেওয়া নেকাব চেহারায় লেগে যায় তাহলে কোনো সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অনেক মহিলা ইহরাম অবস্থায় পর্দা করার জন্য এমন ক্যাপ পরে যা পরলে মুখের পর্দাও হয় আবার মুখে কাপড়ও খুব বেশি লাগে না।
এ ধরনের ক্যাপ পরার পর যদি বাতাসে কিংবা হাটাচলার কারণে উপরের নেকাব চেহারায় লেগে যায় তাহলে কোনো সমস্যা হবে না। কারণ সামান্য সময়ের জন্য মুখে কাপড় লাগলে কোনো সমস্যা হয় না।
মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৫৩৯, ১৪৫৪০; সুনানে আবু দাউদ ১/২৫৪; হিন্দিয়া ১/২৩৮; মানাসিক ১১৫; আলমুগনী ইবনে কুদামা ৫/১৫৪; রদ্দুল মুহতার ২/৪৮৮, ৫২৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم