প্রশ্ন
হায়েয শুরু হওয়ার পর তাওয়াফে যেয়ারত করার জন্য অষুধের মাধ্যমে হায়েয বন্ধ করা যাবে কি? এবং এরপর তাওয়াফে যেয়ারত করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, অষুধ সেবনের মাধ্যমে যদি স্রাব পুরাপুরি বন্ধ হয় তাহলে গোসল করে তাওয়াফ করা যাবে। এতে কোনো সমস্যা হবে না।
আবদুল্লাহ ইবনে উমর (রা.)-এর নিকট এক মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যে ওষুধ সেবন করে স্রাব বন্ধ করেছে। ইবনে উমর (রা.) তা দোষের বিষয় মনে করেননি। [আলক্বিরা লিমকাসিদি উম্মিল কুরা, পৃ. ৪৬০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم