প্রশ্ন
তাওয়াফে যিয়ারতের সুন্নত সময় কোনটি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তাওয়াফে যিয়ারতের সুন্নত সময় হলো, কঙ্কর নিক্ষেপ, কুরবানী ও মাথা মুণ্ডানোর পরের সময়। অর্থাৎ এ কাজগুলো করার পর তাওয়াফে যিয়ারত করবে। এর আগে নয়।
হাদিস শরিফে এসেছে,
জাবির (রা.) থেকে বর্ণিত … রাসূলুল্লাহ (সা.) বৃক্ষের নিকটবর্তী জামরায় ৭টি কঙ্কর নিক্ষেপ করলেন। অতপর কুরবানীর স্থানে গিয়ে কুরবানী করলেন। এরপর সওয়ারীতে আরোহণ করে বাইতুল্লাহর উদ্দেশে রওনা হলেন এবং মক্কায় যোহরের নামায আদায় করলেন।’ [সহিহ মুসলিম ১/৩৯৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم