প্রশ্ন
আমি আমার মেয়ের বিয়ের জন্য ছেলে নির্বাচন করছি। জানতে চাচ্ছি, ছেলে নির্বাচনে কোন বিষয়গুলোর প্রতি শরিয়ত লক্ষ্য রাখতে বলেছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বর নির্বাচনে সর্বপ্রথম দেখতে হবে ছেলের দ্বীনদারি ও চরিত্রের বিষয়টি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ إِلاَّ تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ
‘তোমরা যে ব্যক্তির দ্বীনদারি ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছ তোমাদের নিকট সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তবে তার সাথে বিয়ে দাও। তা যদি না কর তাহলে পৃথিবীতে ফিতনা-ফাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে।’ [সুনানে তিরমিযী, হাদিস: ১০৮৪]
যদি এ দু’টি পাওয়া যায় তাহলে পরবর্তীতে সম্পদ, বংশ ও সৌন্দর্যের বিষয় লক্ষ্য করবে। যদি পাওয়া যায় তাহলে ভালো। অন্যথায় দ্বীনদারি ও চরিত্রের বিষয়টির উপর ভিত্তি করেই মেয়ে বিয়ে দেওয়া উচিৎ।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم