প্রশ্ন
আমি অনেকদিন আগে একটি বইয়ে পড়েছিলাম যে, একটি দোয়া রয়েছে, যে দোয়াটি পড়লে বৃক্ষের পাতার সমপরিমাণ গুনাহও মাফ করে দেওয়া হবে। কিন্তু দোয়াটি আমি ভুলে গিয়েছি। আমি জানতে চাচ্ছি, এমন কোনো দোয়া কি আছে, যা পড়লে বৃক্ষের পাতার সমপরিমাণ গুনাহও মাফ করে দেওয়া হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, সুনানে তিরমিযীতে এমন একটি দোয়ার কথা উল্লেখ রয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ . ثَلاَثَ مَرَّاتٍ غَفَرَ اللَّهُ ذُنُوبَهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ وَإِنْ كَانَتْ عَدَدَ وَرَقِ الشَّجَرِ وَإِنْ كَانَتْ عَدَدَ رَمْلِ عَالِجٍ وَإِنْ كَانَتْ عَدَدَ أَيَّامِ الدُّنْيَا
‘কোনো লোক (শোয়ার জন্য) বিছানাগত হয়ে তিনবার বলে, আসতাগফিরুল্লহাল আজীমাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কায়্যুম ওয়া আতুবু ইলাইহি (আমি আল্লাহ তাআলার নিকট মাফের আবেদন করি, যিনি ছাড়া কোন ইলাহ নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার নিকট তাওবা করি), আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন, যদিও তা সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, যদিও তা গাছের পাতার মত অসংখ্য হয়, যদিও তা টিলার বালিরাশির সমান হয়, যদিও তা দুনিয়ার দিনসমূহের সমসংখ্যক হয়।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৩৩৯৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم