প্রশ্ন
জনৈক বক্তা মেরাজ যে মুজেযা তা প্রমাণ করার জন্য বলেছেন, রাসূল (সা.) যখন মেরাজ থেকে ফিরে আসেন, তখন তাঁর ঘরের দরজার শিকল যেভাবে কাঁপা কাঁপা অবস্থায় রেখে গিয়েছিলেন সেভাবে কাঁপা অবস্থায় পান। আমার জানার বিষয় হল, এই বর্ণনাটি কি সঠিক? এই বিষয়টি কি হাদিসের কোনো কিতাবে বর্ণিত আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিসের কোনো কিতাবে এ জাতীয় কোনো ঘটনা বর্ণিত নেই। এই ঘটনাটি যে বানোয়াট তা একটি সহিহ হাদিস দ্বারাই বুঝা যায়। হাদিস শরিফে এসেছে,
قَالَ أَنَسٌ كَانَ أَبُو ذَرٍّ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فُرِجَ سَقْفُ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ، فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَأَفْرَغَهَا فِي صَدْرِي، ثُمَّ أَطْبَقَهُ ثُمَّ أَخَذَ بِيَدِي، فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ
‘আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু যর (রা.) হাদিস বর্ণনা করতেন যে, রাসূল (সা.) বলেছেন, (মেরাজের রাতে) আমার ঘরের ছাদ উন্মুক্ত করা হয়েছিল। তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরীল (আ.) অবতরণ করলেন এবং আমার বক্ষ বিদীর্ণ করলেন। এরপর তিনি যমযমের পানি দ্বারা তা ধুলেন। এরপর হিকমত ও ঈমান (জ্ঞান ও বিশ্বাস) দ্বারা পরিপূর্ণ একখানা সোনার তশতরী নিয়ে আসেন এবং তা আমার বক্ষে ঢেলে দিলেন। তারপর আমার বক্ষকে পূর্বের ন্যায় মিলিয়ে দিলেন। এবার তিনি আমার হাত ধরলেন এবং আমাকে আকাশের দিকে উঠিয়ে নিলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৩১০৬; সহিহ মুসলিম, হাদিস: ৩১২]
এই হাদিসে বলা হয়েছে, ঘরের ছাদ উন্মুক্ত করে রাসূল (সা.)-কে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। কাজেই ঘরের দরজা খোলার প্রশ্নই উঠে না। তাছাড়া সে যুগে ঘরের দরজা থাকত না। ইমাম তবারী (রা.) তার তাফসীর গ্রন্থে সে যুগের ঘরগুলোর বর্ণনা দিতে গিয়ে লিখেন,
إنما كان هذا في الأوّل ، لم يكن لهم أبواب ، وكانت الستور مرخاة
‘এটা ইসলামের শুরু যুগে ছিল। তখন ঘরে দরজা থাকত না। বরং পর্দা টানিয়ে দেওয়া হত।’ [তাফসীরে তবারী ১৯/২২১]
কাজেই এ জাতীয় বানোয়াট ঘটনা বর্ণনা করা থেকে বিরত থাকা সকলের জন্য অপরিহার্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم