প্রশ্ন
আমি সাধারণত আযানের পর আযানের জবাব দিয়ে থাকি এবং বিভিন্ন টিভি চ্যানেলেও দেখি, আযানের পর আযানানের জবাব প্রদান করা হয়। কিন্তু কয়েক দিন পূর্বে আমার এক বন্ধু বলল, আযানের পর প্রথমে দুরুদ পড়তে হয়। কিন্তু আমার বন্ধু আমাকে কোন রেফারেন্স দিতে পারে নি। আমি জানতে চাচ্ছি, তার কথাটি সঠিক কি না? সঠিক হয়ে থাকলে এটার রেফারেন্স কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, আপনার বন্ধুর কথাটি সঠিক। আযানের পর দরুদ পড়ার বিষয়টি হাদিস শরিফেই বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَىَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِىَ الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِى الْجَنَّةِ لاَ تَنْبَغِى إِلاَّ لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِىَ الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ
‘আযানের সময় মুয়াযযিন যা বলে উত্তরে তোমরা তা বল। অতঃপর আমার উপর দরূদ পড়। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে তার উপর আল্লাহ তাআলা ১০টি রহমত অবতীর্ণ করেন। এরপর আল্লাহর কাছে আমার জন্য ‘ওছিলা’ লাভের দুআ কর। কারণ ওছিলা হল জান্নাতের এক সুউচ্চ মর্যাদা, যা শুধু একজনই পাবে। আমি আশা করি সে ব্যক্তি আমি হব। যে ব্যক্তি আমার জন্য ‘ওছিলা’ লাভের দোয়া করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৮৭৫]
উল্লেখ্য, টিভি, ইন্টারনেট এগুলো দ্বীন শেখার মূল মাধ্যম নয়। তাই এগুলো থেকে বাছবিচার ছাড়াই কোন কিছু গ্রহণ করা উচিৎ নয়।
শরহুত তাহযীব ৩/১২৪; শরহুন নুকায়া ১/১৩৪; রদ্দুল মুহতার ১/৩৯৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم