প্রশ্ন
আমাদের গ্রামে ঠিকমত বিদ্যুৎ থাকে না। আবার এদিকে প্রচণ্ড গরম পড়ছে। ফলে তারারি নামাজ পড়ার সময় মসজিদের ভেতরে দাঁড়ানো কষ্টকর হয়ে যায়। এ জন্য আমরা চাচ্ছি, মসজিদের ছাদে গিয়ে জামাত করব। শরিয়তের দৃষ্টিতে এতে কোন সমস্যা হবে কি না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় মসজিদের ভেতরেই নামাজ পড়ার নিয়ম। মসজিদের ভেতর খালি রেখে ছাদে গিয়ে নামাজজ পড়া মাকরুহ। তাই সাধারণ কোন ওজরের কারণে মসজিদের মূল অংশ ছেড়ে দিয়ে ছাদে যাওয়া ঠিক হবে না।
তবে যদি বাস্তবিক পক্ষেই এত বেশি গরম পড়ে এবং বিদ্যুৎ বা অন্য কোন মাধ্যমে তা দূর করার ব্যবস্থাও না থাকে এবং এর কারণে মুসল্লিদের অত্যধিক কষ্ট হয়, যার ফলে তারা নামজে মনোযোগ ধরে রাখতে পারে না তাহলে এ কারণে ছাদে গিয়ে নামাজ পড়া যাবে।
ফাতাওয়া বাযযাযিয়া ৪/৩০; ফাতাওয়া তাতারখানিয়া ১/৬৭০; শরহুল মুনইয়াহ পৃ. ৪১০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২২; রদ্দুল মুহতার ১/৬৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم