প্রশ্ন
তাকদীরের প্রতি ঈমান আনার ক্ষেত্রে কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তাকদীরের প্রতি ঈমান আনার ক্ষেত্রে চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। যেমন,
১. আল্লাহ তাআলা সকল বিষয় সম্পর্কে সমষ্টিগত ও বিস্তারিতভাবে অনাদিকাল থেকেই জানেন, এই বিশ্বাস রাখা।
২. লওহে মাহফুজে আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন, এই বিশ্বাস রাখা। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘তুমি কি জান না যে, আসমান ও যমীনে যা কিছু রয়েছে, আল্লাহ তা জানেন? নিশ্চয় তা একটি কিতাবে রয়েছে। অবশ্যই এটা আল্লাহর জন্য খুবই সহজ।’ [সূরা হজ্জ, আয়াত: ৭০]
৩. সবকিছু আল্লাহর ইচ্ছানুযায়ী হয়ে থাকে, এই বিশ্বাস রাখা। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘তিনি যা ইচ্ছে করেন তাই করেন।’ [সূরা ইবরাহীম, আয়াত: ২৭]
৪. সকল বস্তু আল্লাহ তাআলার সৃষ্ট, এই বিশ্বাস রাখা। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক।’ [সূরা যুমার, আয়াত: ৬২]
এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখলেই তাকদীরের প্রতি ঈমান আনার বিষয়টি পূর্ণতা লাভ করবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم