প্রশ্ন
ইসলামের জন্য সর্বপ্রথম কে শহিদ হয়েছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামের জন্য সর্বপ্রথম শহিদ হয়েছিলেন সুমাইয়া (রা.)। তিনি হিজরতের পূর্বে শাহাদাত বরণ করেছিলেন। বিশিষ্ট তাবেয়ি মুজাহিদ (রহ.) বলেন-
عَنْ مُجَاهِدٍ ، قَالَ : أَوَّلُ شَهِيدٍ اسْتُشْهِدَ فِي الإِسْلاَمِ أُمُّ عَمَّارٍ ، طَعنها أَبُو جَهْلٍ بِحَرْبَةٍ فِي قُبُلِهَا
‘ইসলামের জন্য সর্বপ্রথম শহিদ হলেন আম্মার (রা.) এর মাতা [সুমাইয়া (রা.)]। আবু জাহেল বর্শা দিয়ে তার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহিদ করে দিয়েছিল।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা ৩৬৯২০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم