প্রশ্ন
কোন মুআযযিন যদি ভুলক্রমে অজু ছাড়া আযান দিয়ে ফেলে তাহলে কি তার আযান সহিহ হবে? না পুনরায় আযান দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আযান সহিহ হওয়ার জন্য অজু থাকা শর্ত নয়। তবে অজুসহ আযান দেওয়া সুন্নত। হাদিস শরিফে অজুর সাথে আযান দেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে-
عن ابى هريرة عن النبي صلى الله عليه وسلم قال : لا يوذن إلا متوضئ
‘আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নাবি কারিম (সা.) ইরশাদ করেন: অজুকারী ছাড়া কেউ আযান দিবে না।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২০১]
তাই অজুর সাথে আযান দেওয়ার চেষ্টা করা উচিৎ। কিন্তু কখনো কোন কারণে অজু ছাড়া আযান দিয়ে ফেললে তা সহিহ হয়ে যাবে এবং পুনরায় দোহরাতে হবে না।
খুলাসাতুল ফাতাওয়া ১/৪৮; আলমুহীতুল বুরহানী ২/৯৩; বাদায়েউস সানায়ে ১/৩৭৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم