প্রশ্ন
যে ব্যক্তি কুকুর লালন করে তার আমলনামা থেকে দৈনিক এক কীরাত করে সাওয়াব কমতে থাকে। এই হাদিসে কীরাত দ্বারা উদ্দেশ্য কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে উল্লিখিত হাদিসটি নিম্নরূপ-
مَنِ اقْتَنَى كَلْبًا إِلاَّ كَلْبَ مَاشِيَةٍ أَوْ كَلْبَ صَيْدٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ
‘যে ব্যক্তি পাহারাদার কিংবা শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর লালন করে তার আমলনামা থেকে দৈনিক এক কীরাত করে সাওয়াব কমতে থাকে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৪১০৯]
এই হাদিসে উল্লিখিত কীরাতের ব্যাখ্যায় ইমাম নববী রহ. বলেন-
وأما القيراط هنا فهو مقدار معلوم عند الله تعالى والمراد نقص جزء من أجر عمله
এখানে কীরাত দ্বারা উদ্দেশ্য হল একটি নির্দিষ্ট পরিমাণ, যা আল্লাহ তাআলার ইলমে রয়েছে। উদ্দেশ্য হল, তার আমলের নির্দিষ্ট একটি অংশ কমে যাবে। [শরহে মুসলিম নববী ১০/২৩৯]
উল্লেখ্য, অন্য একটি হাদিসে কীরাতের ভিন্ন অর্থও বর্ণিত হয়েছে। তবে সেটি সে হাদিসের ক্ষেত্রে প্রযোজ্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم