প্রশ্ন
আমার ডান হাত এক্সিডেন্টে ভেঙ্গে গেছে। সেখানে ব্যান্ডেজ লাগানো আছে। এখন আমি কীভাবে অজু করব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অজুর কোন অঙ্গের মধ্যে ব্যান্ডেজ লাগানো হলে অজু করার সময় তাতে কেবল মাসেহ করে নিলেই চলবে। পানি ব্যবহার করতে হবে না। হাদিস শরিফে এসেছে-
عن ابن جريج قال : قلت لعطاء : رجل مكسور اليد معصوب عليها ، قال : يمسح العصابة وحده ، وحسبه
‘ইবনু জুরাইজ (রহ.) বলেন: আমি আত্বা (রহ.)কে জিজ্ঞাসা করলাম: এক লোকের হাত ভেঙ্গে গেছে। তার হাতের মধ্যে ব্যান্ডেজ লাগানো। সে কীভাবে অজু করবে? তিনি বললেন: সে তার ব্যান্ডেজের উপর মাসেহ করলেই যথেষ্ট হয়ে যাবে।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৬১৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم