প্রশ্ন
আমি রমজানে আমার বাবা, মা ও ভাই-বোনদেরকে তারাবি নামাজ পড়াব। এ ক্ষেত্রে তারা কে কোথায় দাঁড়াবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজের জামাতের মধ্যে যদি পুরুষ ও মহিলা একত্রিত হয় তাহলে পুরুষগণ ইমামের পিছনে দাঁড়াবে এবং নারীগণ তাদের পিছনে ভিন্ন কাতারে দাঁড়াবে।
ইবনু মাসউদ (রা.) বলেন-
أخروهن حيث أخرهن الله
‘আল্লাহ তাআলা যেভাবে তাদেরকে পিছনে নিয়েছেন তোমরাও সেভাবে তাদেরকে পিছনে দাও।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৫১১৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم