প্রশ্ন
শুনেছি, ঈদুল আযহার দিন নামাজের আগে কিছু খাওয়া যায় না। এটি কি ঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদুল আযহার দিন সুন্নত হল নামাজ পড়ে কুরবানি করার পর নিজ পশুর গোশত দিয়ে কিছু খাওয়া। হাদিস শরিফে এসেছে, বুরাইদা (রা.) বলেন,
أن النبي صلى الله عليه وسلم كان لا يخرج يوم الفطر حتى يطعم وكان لا يأكل يوم النَّحْرِ شيأ حتى يرجع، فيأكل من أضحيته
‘নবি কারিম (সা.) ঈদুল ফিতরের জন্য না খেয়ে বের হতেন না। আর ঈদুল আযহাতে নামাযের থেকে ফিরে আসা পর্যন্ত কিছু খেতেন না। এরপর প্রথমে কুরবানির গোস্ত খেতেন।’ [মুসনাদে আহমদ, হাদিস: ২২৯৮]
তবে নামাজের পূর্বে কিছু খাওয়াই যায় না, বিষয়টি এমন নয়। বরং কেউ যদি চায় তাহলে সে খেতে পারবে। তবে সে একটি সুন্নত পালনের সওয়াব থেকে বঞ্চিত হবে।
আর কারও যদি কোন ওজর থাকে তাহলে তো সে অবশ্যই নামাজের পূর্বে খেতে পারবে।
ফাতওয়ায়ে হিন্দিয়া ১/২১১; বাদায়েউস সানায়ে ১/৬২৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم