প্রশ্ন
কেউ কেউ বলেন: উপুড় শয়ন করা যায় না। এটা নাকি নিষিদ্ধ। আমি জানতে চাচ্ছি, শরিয়তে কি এমন কোন নিষেধাজ্ঞা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, হাদিস শরিফে উপুড় হয়ে শয়ন করতে নিষেধ করা হয়েছে। হাদিসে শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إنها ضجعة يبغضها الله عز وجل
‘এটি এমন শয়ন, যাকে আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন।’ [আবু দাউদ, হাদিস: ৫০০১]
আর যেভাবে শোয়াকে আল্লাহ তাআলা অপছন্দ করেন তা তো নিষিদ্ধ হবেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم