প্রশ্ন
ঘুমানোর সময় কোন পাশে ফিরে ঘুমানো সুন্নত? ডান পাশে ফিরে না বাম পাশে ফিরে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঘুমানোর সময় ডান পাশে ফিরে ঘুমানো সুন্নত। হাদিস শরিফে ডান পাশে ফিরে ঘুমাতে বলা হয়েছে। রাসূল (সা.) বলেন-
إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ
‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাযের অযুর মত অযু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাও।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৭১০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم