প্রশ্ন
আমার প্রশ্ন হল, কুরবানি করা কি সুন্নত না ওয়াজিব? কুরবানি না করলে কি সমস্যা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হানাফি মাযহাব অনুযায়ী কুরবানি করা ওয়াজিব। কুরআন মাজিদ ও বিভিন্ন হাদিস থেকে বিষয়টি বুঝে আসে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَانْحَرْ
‘আপনি কুরবানি করুন।’ [সূরা কাউসার, আয়াত: ৩]
এটি আদেশবাচক শব্দ। আর এ ধরনের শব্দের মাধ্যমে বিধানটি সাধারণত ওয়াজিব হওয়া বুঝায়।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا
‘যার কুরবানীর সামর্থ্য আছে, তবুও সে কুরবানী করল না, সে যেন আমাদের ‘মুসল্লা’ (ঈদগাহ)-এ না আসে।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৭৫৬৫]
আলমুহীতুল বুরহানী ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم