প্রশ্ন
অনেক লোককে দেখা যায় গোবর শুকিয়ে লাকড়ি বানায় এবং গোবরকে গাছের গোড়ায় দিতেও দেখা যায়। কেউ কেউ আবার বিক্রিও করে। জানতে চাই, গোবর কি পাক? এবং গোবরের ক্রয়-বিক্রয় কি জায়েয?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গোবর পাক নয় বরং নাপাক। হাদিস শরিফে এসেছে-
عَنْ عَاصِمِ بْنِ الْمُنْذِرِ ؛ سَأَلْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ عَنِ الرَّوْثِ يُصِيبُ النَّعْلَ ؟ قَالَ : امْسَحْهُ
‘আসেম ইবনে মুনযির (রহ.) বলেন: আমি উরওয়াহ ইবনে জুবাইর (রহ.)কে জিজ্ঞাসা করেছি, যে গোবর জুতায় লাগলে কী করবে? তিনি বলেছেন: তা মুছে ফেলবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২০২৭]
তবে বিভিন্ন বৈধ ক্ষেত্রে এর ব্যবহারের সুযোগ রয়েছে। আর যে সকল জিনিস বৈধ ক্ষেত্রে ব্যবহার করা যায় তা ক্রয়-বিক্রয়ও করা যায়। সে হিসেবে গোবর ক্রয়-বিক্রয়ে কোন সমস্যা নেই।
হেদায়া ৮/৪৮৬, আল বাহরুর রায়েক ৬/৭১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم