প্রশ্ন
আমাদের বাড়ির এক ছেলে কিছুদিন আগে আমার চাচিদের ঘরে ঢুকে কিছু টাকা চুরি করে নিয়ে যায়। এখন যদি সে চুরির কথা না জানিয়ে কোনভাবে ঐ টাকা ফিরিয়ে দেয় তাহলে কি সে দায়মুক্ত হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চুরির কথা না জানিয়ে মালিককে যেকোন ভাবে ঐ পরিমাণ টাকা দিলেই সে তার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে।
উল্লেখ্য, এ ধরনের অপরাধ গোপন রাখাই শরিয়তে কাম্য। খলীফায়ে রাসূল আবু বকর সিদ্দীক (রা.) বলেন-
وَلَوْ أَخَذْتُ سَارِقًا لأَحْبَبْتُ أَنْ يَسْتُرَهُ اللَّهُ
‘যদি আমি কোন চোরকে পাকড়াও করি তাহলে আমি পছন্দ করি যে, আল্লাহ তার অপরাধ গোপন করে রাখবেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২৮৬৬৪]
ফাতাওয়া বাযযাযিয়া ৬/১৭৯, আদ্দুররুল মুখতার ৬/১৮২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم