প্রশ্ন
আমাদের বাড়ির পাশে এক ব্যক্তিকে দাফন করার পর সবাই মিলে তার জন্য মাগফেরাতের দোয়া করেছে। জানতে চাই, এটা কি বৈধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, মৃত ব্যক্তিকে দাফন করার পর তার মাগফেরাতের জন্য দোয়া করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত।
عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ ، قَالَ لَمَّا فَرَغَ مِنْ قَبْرِ عَبْدِ اللهِ بْنِ السَّائِبِ قَامَ ابْنُ عَبَّاسِ عَلَى الْقَبْرِ فَوَقَفَ عَلَيْهِ ، ثُمَّ دَعَا ، ثُمَّ انْصَرَفَ
ইবনু আবি মুলায়কা (রহ.) বলেন: আবদুল্লাহ ইবনুস সায়েব (রহ.)-কে দাফন করার পর ইবনে আব্বাস (রা.) তার কবরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। অতঃপর তার জন্য দোয়া করে সেখান থেকে ফিরে গেলেন। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১১৮২৯]
তবে দোয়া করার সময় কবরকে পিছনে রেখে দাঁড়াতে চেষ্টা করবে।
ফাতহুল বারী ১১/১২২, আহসানুল ফাতাওয়া ৪/২৩৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم