প্রশ্ন
আমি নাবালেগ বাচ্চাকে দিয়ে কুরবানির পশু জবাই করিয়েছি। জানতে চাচ্ছি, আমার কুরবানি কি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নাবালেগ বাচ্চা যদি জবাই করার ক্ষেত্রে দক্ষ হয় এবং জবাইয়ের মাসআলাও জানা থাকে তাহলে বৈধ হবে। তবে নিজের কুরবানির পশু নিজে জবাই করাই উত্তম, যদি নিজে জবাই করতে পারে। রাসূল (সা.) নিজেই নিজের পশু জবাই করেছেন।
عن أنس أن النبي صلى الله عليه وسلم نحر سبع بدنات بيده قياما
‘আনাস (রা.) বলেন: নাবি (সা.) দাঁড়ানো অবস্থায় সাতটি উট নিজ হাতে নহর করেছেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৭৯৩]
ইলাউস সুনান ১৭/৯৩, বাদায়েউস সানায়ে ৪/১৬৪, আল বাহরুর রায়েক ৮/১৬৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم