প্রশ্ন
আমার বাবা তার এক বন্ধুকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। বর্তমানে আমার বাবা যাকাত আদায় করবেন। তিনি জানতে চাচ্ছেন, ঋণ দেয়া ঐ দুই লাখ টাকারও কি যাকাত দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, ঋণ দেয়া ঐ দুই লাখ টাকারও যাকাত দিতে হবে। কারণ যে ঋণের ব্যাপারে ফিরে পাওয়ার আশা থাকে তার যাকাত আদায় করতে হয়।
عَنْ طَاوُوسٍ ، قَالَ : إذَا كَانَ لَكَ دَيْنٌ فَزَكِّهِ
‘তাউস (রহ.) বলেন: তোমার যদি কোন ঋণ থাকে তাহলে তার যাকাত আদায় কর।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১০৩৪৮]
ফাতাওয়া শামী ২/৩০৫, আদ্দুররুল মুখতার ২/৩০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم