প্রশ্ন
আমি কোন সুসংবাদ শুনলে কখনো সেজদা করি। আবার কখনো নামাজও পড়ি। এখন জানতে চাই এই দুইটির মধ্যে কোনটি উত্তম?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত অবস্থায় পূর্ণ নামাজ আদায় করা উত্তম। তবে শুধু সেজদা দেওয়ার কথাও হাদিস শরিফে রয়েছে। হাদিস শরিফে এসেছে-
عن عبد الله بن أبي أوفى أن رسول الله صلى الله عليه و سلم صلى يوم بشر برأس أبي جهل ركعتين
‘আবদুল্লাহ ইবনে আবি আওফা (রা.) বলেন: আবু জাহলের হত্যার সুসংবাদ শুনে রাসূল (সা.) দুই রাকাত নামাজ পড়েন।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৩৯১]
সুনানে আবু দাউদ ১/১৬৯, আউনুল মাবুদ ৪/৪৪, রদ্দুল মুহতার ২/১১৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم