প্রশ্ন
শুনেছি, সন্তান জন্মের পর তার মাথা মুণ্ডিয়ে সেই পরিমাণ রূপা সদকা করতে হয়। আমি জানতে চাচ্ছি, সন্তান জন্মের কততম দিন মাথা মুণ্ডাতে হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জন্মের পর শিশুর মাথা মুণ্ডিয়ে তা ওজন করে সেই পরিমাণ রূপার মূল্য সদকা করে দিবে। আর এ কাজটি সপ্তম দিন করা মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে-
عن سمرة بن جندب عن رسول الله صلى الله عليه وسلم قال كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى
‘সামুরাহ ইবনে জুনদুব (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন: প্রত্যেক ভূমিষ্ঠ সন্তান তার আকিকার কাছে দায়বদ্ধ থাকে। সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করা হবে। তার মাথা মুণ্ডিয়ে দেওয়া হবে এবং তার নাম রাখা হবে।’ [সুনানে নাসায়ি, হাদিস: ৪৫৪৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم