প্রশ্ন
আমার বড় বোন নফল রোজা রাখার নিয়ত করে ঘুমিয়েছে। কিন্ত তিনি সাহরির সময় উঠতে পারেননি। ফজরের সময় তার ঘুম ভাঙ্গে। তখন তিনি কিছু না খেয়ে রোজার নিয়ত করে নেন এবং রোজা রাখেন। এখন জানতে চাই, তার রোজা কি হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সাহরি না খেলেও আপনার বড় বোনের রোজা সহিহ হয়েছে। রোজা রাখার জন্য সাহরি খাওয়া শর্ত নয়। হাদিস শরিফে এসেছে,
عن عائشة أم المؤمنين قالت جاء رسول الله صلى الله عليه و سلم يوما فقال هل عندكم من طعام قلت لا قال إذا أصوم
‘উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন: একদা রাসূল (সা.) এসে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি কোন খাবার আছে? আমি বললাম: না। তিনি বললেন: তাহলে আমি আজ রোজা রাখব।’ [সুনানে নাসায়ি, হাদিস: ২৬৩৯]
খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩, বাদায়েউস সানায়ে ২/২২৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم