প্রশ্ন
রাসূল (সা.) এর স্ত্রীদের মধ্যে সর্বশেষ কোন স্ত্রী ইন্তেকাল করেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) ইন্তেকালের পর তাঁর স্ত্রীদের মধ্যে সর্বশেষ হযরত উম্মে সালামা (রা.) ইন্তেকাল করেন।
আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন-
وآخِرهن موتاً أم سلمة، سنة اثنتين وستين في خلافة يزيد، واللّه أعلم
রাসূল (সা.) এর স্ত্রীদের মধ্যে সর্বশেষ উম্মে সালামা (রা.) বাষট্টি হিজরিতে ইন্তেকাল করেছেন।
যাদুল মাআদ ১/১১০, সুবুলুল হুদা ওয়ার রাশাদ ১১/১৪৩, ১৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم